নীতিমালাসমূহ (Policies)
এই পেইজটিতে ফিঙের সেবাসমূহের সাথে যুক্ত সমস্ত নীতিমালাসমূহ সহজ আকারে ব্যাখ্যা করা হয়েছে। আমরা আমাদের গ্রাহকদের অনুরোধ করবো যে ফিঙের যেকোনো সেবা নেবার আগে পেইজটিতে বর্ণিত সমস্ত নীতিমালাসমূহ পড়ে বুঝে নিতে। এছাড়া আমরা আরও অনুরোধ করবো যে ভবিষ্যতে ফিঙে ও গ্রাহকের মাঝে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফিঙে প্রণীত ও আরোপিত সকল শর্তাবলী ও নীতিমালাসমূহ সঠিকভাবে মেনে চলতে।