• support@demo.com
  • প্রথম অর্ডারে ৫০০ কয়েন
amd-bg

এই পেইজটিতে রয়েছে

নীতিমালাসমূহ

পণ্য অর্ডার নীতিমালা

অর্থপ্রদান নীতিমালা

সেবাদান নীতিমালা

অগ্রিম কেন নেয়া হয়

রিটার্ন নীতিমালা

রিফান্ড নীতিমালা

শিষ্টাচার নীতিমালা

সামাজিক যোগাযোগ মাধ্যম শিষ্টাচার নীতিমালা

বিশেষ লক্ষণীয়

নীতিমালাসমূহ (Policies)

এই পেইজটিতে ফিঙের সেবাসমূহের সাথে যুক্ত সমস্ত নীতিমালাসমূহ সহজ আকারে ব্যাখ্যা করা হয়েছে। আমরা আমাদের গ্রাহকদের অনুরোধ করবো যে ফিঙের যেকোনো সেবা নেবার আগে পেইজটিতে বর্ণিত সমস্ত নীতিমালাসমূহ পড়ে বুঝে নিতে। এছাড়া আমরা আরও অনুরোধ করবো যে ভবিষ্যতে ফিঙে ও গ্রাহকের মাঝে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফিঙে প্রণীত ও আরোপিত সকল শর্তাবলী ও নীতিমালাসমূহ সঠিকভাবে মেনে চলতে।

পণ্য অর্ডার নীতিমালা (Product Ordering Policy)

  • ১. অর্ডার করার সময় অবশ্যই নিশ্চিত হয়ে অর্ডার করবেন। বিকাশের মাধ্যমে অর্ডার একবার কনফার্ম হয়ে গেলে আর ক্যানসেল বা বাতিল করা যাবে না।
  • ২. গ্রাহক তার অর্ডার প্লেস করার পরে অর্ডারটি কনফার্ম করতে হবে। অর্ডার কনফার্ম করার জন্য গ্রাহককে উল্লেখিত নম্বরে অগ্রিম হিসেবে ১২০ টাকা   বিকাশ করে পাঠাতে হবে। অগ্রিম না পাঠানো হলে ফিঙে অর্ডার কনফার্ম করবে না ও ২৪ ঘণ্টা পরে সেই অর্ডারটি ক্যানসেল করে দেবে।
  • ৩. ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ১০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য। পুরো বিল অগ্রিম বিকাশ করে পাঠালে কোন সার্ভিস চার্জ লাগবে না।
  • ৪. গ্রাহক যদি কোন কারনে কুরিয়ারের ডেলিভারিম্যানের ফোন না ধরে বা যদি ডেলিভারি না নেয়, সেক্ষেত্রে গ্রাহক কুরিয়ারের সমস্ত খরচ ক্ষতিপূরণ হিসেবে   বহন করবে। ফিঙে সেই অর্ডার ক্যানসেল করে দেবে ও ক্ষতিপূরণ অগ্রিম থেকে কেটে বাকি টাকা বিকাশের মাধ্যমে ফেরত পাঠাবে।
  • ৫. নিজের ঠিকানা নিজ দায়িত্বে নির্ভুলভাবে দিতে হবে। ভুল বা বিভ্রান্তিকর ঠিকানা দেবার ফলে যদি কুরিয়ার ডেলিভারিম্যান ঠিকানা খুজে না পেয়ে পণ্য   রিটার্ন করে দেয়, সেক্ষেত্রে ফিঙে কোন দায়িত্ব নেবে না ও গ্রাহক কুরিয়ারের সমস্ত খরচ (পাঠানো ও ফেরত) বহন করতে বাধ্য থাকবে।
  • ৬. চেক আউটের সময় সম্মিলিত পণ্যর মোট ওজন ১৭০০ (এক হাজার সাতশ) গ্রামের বেশি হতে পারবে না। ১৭০০ গ্রামের বেশি হলে প্রতি কেজিতে ১৬   টাকা বেশি দিতে হবে।
  • ৭. পণ্যর মোট ওজন কোনভাবেই ২৮০০ গ্রামের বেশি হতে পারবে না। ২৮০০ গ্রামের বেশি হলে অতিরিক্ত ওজনের পণ্য আলাদা অর্ডার হিসেবে বিবেচিত হবে। 

অর্থপ্রদান নীতিমালা (Payment Policy)

  • ১. ফিঙে তার সমস্ত সেবাদানের বিল নেবার জন্য ২ টি (দুইটি) মাধ্যম ব্যবহার করে থাকে বিকাশ ও ক্যাশ অন ডেলিভারি
  • ২. ফিঙে তার পণ্য গ্রাহককে পাঠানোর আগে ১২০ টাকা বিকাশের মাধ্যমে অগ্রিম নিয়ে নেয়
  • ৩. সঠিক বিকাশ নম্বরে টাকা পাঠানোর সম্পূর্ণ দায় গ্রাহকের নিজের। গ্রাহক ভুল নম্বরে টাকা পাঠালে তার দায় ফিঙে নেবে না।
  • ৪. বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য ফিঙে কর্তৃক প্রণীত নিয়ম মানতে হবে।
  • ৫. ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পণ্য নেওয়ার সাথে সাথে ডেলিভারিম্যানকে বিল সম্পূর্ণরূপে পরিশোধ করতে হবে।
    ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পণ্যর বিল সম্পূর্ণরূপে পরিশোধের আগে কুরিয়ারের মোড়কের প্রবেশপথের সিল বা টেপ খোলা/ছেড়া/ক্ষতি করা যাবে না

সেবাদান নীতিমালা (Service Policy)

  • ১. ফিঙে সকল সেবা গ্রহনের জন্য গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ হতে হবে।
  • ২. চেক আউট করার জন্য আপনাকে অবশ্যই আপনার বৈধ নাম ও ঠিকানা দিতে হবে।
  • ৩. বৈধ নামের জন্য অবশ্যই নিজের পুরো নাম লিখতে হবে ও নাম অবশ্যই NIDতে দেয়া নাম হতে হবে।।
  • ৪. নিজের ঠিকানা নিজ দায়িত্বে নির্ভুলভাবে দিতে হবে। ভুল ঠিকানা দেবার ফলে যদি কুরিয়ার ডেলিভারিম্যান ঠিকানা খুজে না পেয়ে পণ্য রিটার্ন করে দেয়, সেক্ষেত্রে ফিঙে কোন দায়িত্ব নেবে না ও গ্রাহক কুরিয়ারের সমস্ত খরচ (পাঠানো ও ফেরত) বহন করতে বাধ্য থাকবে।
  • ৫. ঠিক পণ্য না পেলে কুরিয়ারের ডেলিভারিম্যানের কাছে পণ্য ফেরত দেয়া যাবে না
  • ৬. পণ্য রিটার্ন দেবার ফিঙে কর্তৃক প্রণীত ও আরোপিত সঠিক পন্থা অবলম্বন করা আবশ্যক। ফিঙে কর্তৃক প্রণীত ও আরোপিত পন্থার কোন ব্যাতয় হলে কোন রিটার্ন নেয়া হবে না ও তার জন্য ফিঙে দায়ী থাকবে না।

অগ্রিম কেন নেয়া হয়

ফিঙের ব্যবসায়িক নীতি খুব সহজ ও সোজা। আমাদের গ্রাহক তাদের পছন্দের পণ্যটি অর্ডার করে এবং আমরা তার ঠিকানায় পণ্যটি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেই। গ্রাহক পণ্য হাতে পেয়ে তার মূল্য পরিশোধ করে। সব কিছু ঠিকঠাক থাকলে অতিদ্রুত সময়ের মাঝে যুক্তিসঙ্গত দামে বাংলাদেশের যেকোনো প্রান্তে গ্রাহক তার পছন্দের পণ্যটি তার হাতে পেয়ে যাবে। আর যেকোনো সমস্যার জন্য আমরা সর্বদা গ্রাহকদের পাশে আছি। তবে দুর্ভাগ্যবশত গ্রাহকদের একটি ক্ষুদ্র অংশ আমাদের এই সহজ ও সোজা ব্যবসায়িক নীতিকে অপব্যবহার করে থাকে। এই অপব্যবহারকারিদের একটি অংশের অর্ডার দেবার সময় তাদের অর্ডার গ্রহণের কোন উদ্দেশ থাকে না এবং নিছক তামাশা করার জন্য তারা অর্ডার দেয়। আর অন্য অংশ অর্ডার দিলেও তা নেবার সময় অনেক ধরনের ঝামেলা করে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেলিভারিম্যানের ফোন না ধরা বা ফোন বন্ধ রাখা। এসব কর্মকাণ্ডের জন্য ফিঙে আর্থিক ক্ষতির মুখে যাচ্ছে যার কারনে আমরা বাধ্য হয়ে মোট বিলের একটি অংশ অগ্রিম নিয়ে নেই। সম্মানিত গ্রাহকদের বুঝতে হবে যে ফিঙে একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং লাগাতার আর্থিক ক্ষতির মুখে কোন ব্যবসা প্রতিষ্ঠান টিকতে পারে না। ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান রাখতে আমরা কিছু কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আমরা আশা করি সম্মানিত গ্রাহকরা বুঝতে পারবেন। গ্রাহকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

রিটার্ন নীতিমালা (Return Policy)

  • ১. ফিঙে সাধারণত কোন বিক্রিত পণ্য ফেরত বা রিটার্ন নেয় না। ফিঙে ই-কর্মাছ শুধুমাত্র কিছু নিম্নে উল্লেখিত ক্ষেত্রে বিক্রিত পণ্য রিটার্ন বা ফেরত নেবে।

        — বিক্রয়কৃত পণ্যটি যদি ভাঙা বা ক্ষতিগ্রস্থ অবস্থায়ে পাঠানো হয়

        — বিক্রয়কৃত পণ্যটি যদি অর্ডার করা পণ্য হতে আলাদা হয়

  • ২. পণ্য রিটার্ন দেবার জন্য পণ্যটি ডেলিভারি নেয়ার ২ (দুই, ডেলিভারি দিন সহ) দিনের মধ্যে রিটার্ন ক্লেইম করতে হবে। এছাড়া সমস্ত প্যাকিং ও প্যাকেজিং ম্যাটারিয়াল অক্ষত অবস্থায় ফেরত পাঠাতে হবে। রিটার্ন ক্লেইম করার জন্য দয়া করে নিম্নে উল্লেখতি গুগল ফর্মটি পুরন করুন ও আপনার পণ্যটির ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠান। গুগল ফর্মটি অবশ্যই আপনার ফিঙে অ্যাকাউন্ট রেজিস্টার করার ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে পুরন করতে হবে।
  • ৩. উল্লেখিত যে ফিঙে তার সমস্ত পণ্য পাঠানোর আগে চেক করে পাঠায়। গ্রাহক নিজে যদি ইচ্ছা করে পণ্য ভেঙে বা ক্ষতি করে ফেরত পাঠায়, সেক্ষেত্রে কোন রিটার্ন নেয়া হবে না।

রিফান্ড নীতিমালা (Refund Policy)

  • গ্রাহক যদি পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্থ অবস্থাই ডেলিভারি পায়, সেক্ষেত্রে ফিঙে বিনা ডেলিভারি খরচে পণ্যটি গ্রাহকের হাতে পৌঁছে দেবে। তবে ফিঙে কোন অবস্থাতে কোন পণ্যর জন্য কোন রিফান্ড দেবে না।

শিষ্টাচার নীতিমালা (Etiquette Policy)

  • সম্মানিত গ্রাহকদের বুঝতে হবে যে ফিঙে ই-কমার্স একটি ব্যবসা প্রতিষ্ঠান। আমরা অর্থের বদলে গ্রাহকের কাছে তার পছন্দের পণ্যটি বিক্রয় করি ও তার ঠিকানাতে পোঁছে দেই। তবে সম্মানিত গ্রাহকদের মাথায় রাখতে হবে যে আমরা অর্থের বিনিময়ে নিজেদের মাণসম্মান ও আত্মমর্যাদা বিক্রি করে দিচ্ছি না। দুর্ভাগ্যবশত বাংলাদেশের কিছু গ্রাহক ভদ্রতা বা সামাজিকতার তোয়াক্কা করে না। অনেক ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হলে তারা ব্যবসা প্রতিষ্ঠানের স্টাফ ও কুরিয়ার স্টাফদের সাথে অভদ্রতা ও আসামাজিক আচরন করে ও ক্ষেত্রবিশেষে নোংরা ও অশালীন ভাষায় গালাগালিও করে থাকে। ফিঙে ই-কমার্স তার ব্যবসা প্রতিষ্ঠানের স্টাফ ও কুরিয়ার স্টাফদের মাণসম্মান ও আত্মমর্যাদা রক্ষা করতে বদ্ধ পরিকর এবং যেকোনো অপমানের বিরুদ্ধে শক্ত অবস্থানে অবস্থান করছে। তাই আমরা আমাদের সকল গ্রাহকদেরকে বিনীতভাবে অনুরোধ করবো ভদ্রতার সীমা লঙ্ঘন না করতে। কোন গ্রাহক যদি কোনভাবে ফিঙে ই-কমার্স স্টাফ বা কুরিয়ার স্টাফদের সাথে যদি কোন ধরনের অশালীন ব্যবহার বা নোংরা ভাষা ব্যবহার করে, সেক্ষেত্রে ফিঙে ই-কমার্স সেই গ্রাহকের সাথে সবধরনের ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন করবে ও গ্রাহকের সকল ফিঙে অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হবে। এছাড়া ক্ষেত্রবিশেষে ফিঙে ই-কমার্স সম্পৃক্ত গ্রাহকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনেও বাধ্য থাকবে। তবে আমরা আশা করি যেকোনো সমস্যার সমাধান ভদ্রতা ও সামাজিকতার গণ্ডি না পেরিয়ে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে করা সম্ভব। সমস্যার সমাধান দেবার জন্য ফিঙে ই-কমার্স সর্বাত্মক চেষ্টা করবে তবে গ্রাহককেও সহযোগিতা করতে হবে। গ্রাহকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম শিষ্টাচার নীতিমালা (Social Media Etiquette Policy)

  • ১. ফিঙে ই-কমার্স একটি ব্যবসা প্রতিষ্ঠান যে অর্থের বদলে গ্রাহকের কাছে তার পছন্দের পণ্যটি বিক্রয় করে ও তার ঠিকানাতে পোঁছে দেয়। আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ছোটো বড় সকল সফল ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবসার বিজ্ঞাপন ও প্রচারণার কাজে ব্যবহার করে থাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অল্প সংখ্যক গ্রাহকের ইচ্ছাকৃত হিংসাত্মক বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডর জন্য ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পরতে পারে। ফিঙে ই-কমার্স কখনই ইচ্ছাকৃত হিংসাত্মক বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করে না।
  • ২. ফিঙে ই-কমার্সের যেকোনো ক্ষেত্রে ভুল ত্রুটি থাকলে তা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমাধান করতে হবে। ফিঙে ই-কমার্স তার সর্বাত্মক দিয়ে সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করবে।
  • ৩. ফিঙে ই-কমার্সের প্রণীত ও আরোপিত শর্তাবলী না পড়ে বা না বুঝে তা মেনে নিলে এবং পরবর্তীতে সেই শর্ত ভঙ্গ করলে তার দায় গ্রাহকের নিজের নিতে হবে। এক্ষেত্রে গ্রাহক কোনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিঙে ই-কমার্সের বিরুদ্ধে কোন সমালোচনা বা নিন্দা করতে পারবে না।
  • ৪. পণ্য কিনে তা সঠিকভাবে ব্যবহার না করতে পারলে বা পণ্য সঠিকভাবে ব্যবহার না করতে পারার ফলে পণ্যর কোন ক্ষতি হলে তার দায় সম্পূর্ণভাবে গ্রাহকের নিজের। ফিঙে ই-কমার্স তার কোন দায় নেবে না। এক্ষেত্রে গ্রাহক কোনভাবে সেই পণ্য বা ফিঙে ই-কমার্সের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সমালোচনা বা নিন্দা করতে পারবে না।
  • ৫. ফিঙে ই-কমার্সের কোন পণ্য না কিনে বা সেবা না নিয়ে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন মন্তব্য, আলোচনা, সমালোচনা বা নিন্দা করা যাবে না
  • ৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কারনে ফিঙে ই-কমার্সের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ বা কুৎসা রটালে এবং তার ফলে ফিঙে ই-কমার্সের কোন আর্থিক ক্ষতি হলে ফিঙে ই-কমার্স গ্রাহকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে। কোন গ্রাহক বা তার কোন পরিবারের সদস্য/আত্মীয়/বন্ধু/পরিচিত কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ বা কুৎসা রটিয়ে ফিঙে ই-কমার্সের কোন আর্থিক ক্ষতি করলে ফিঙে ই-কমার্স সেই গ্রাহককের কাছ থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় করার জন্য আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।
  • ৭. গ্রাহক যদি ফিঙে ই-কমার্সের সেবার মান নিয়ে অসন্তুষ্ট থাকেন বা কোন কারনে যদি ফিঙে ই-কমার্স নিয়ে তার কোন অভিযোগ থাকে, সেক্ষেত্রে আমরা তাকে আমাদের কাছে অভিযোগ পাঠানোর জন্য অনুরোধ করবো। ফিঙে ই-কমার্সের কাছে ইমেইল বা হোয়াটশঅ্যাপের মাধ্যমে অভিযোগ পাঠানো যাবে।
  • ৮. ফিঙে ই-কমার্স রক্ত মাংসের মানুষের পরিচালিত একটি ব্যবসা প্রতিষ্ঠান। যদিও আমরা নিখুঁত ও নির্ভরযোগ্য সেবা দেবার চেষ্টা করি, মানুষের ভুল হতেই পারে। যদি কখনো কোন ভুল হয়েই থাকে, তা একশ শতাংশ অনিচ্ছাকৃত ও আমরা গ্রাহকদের এই অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করবো। ফিঙে ই-কমার্স এই অনিচ্ছাকৃত ভুল সংশোধন করে গ্রাহকদের নিখুঁত ও নির্ভরযোগ্য সেবা দেবার সর্বাত্মক চেষ্টা করবে। তবে গ্রাহকদেরও আমাদের সাথে সহযোগিতা করতে হবে। আমরা সবসময় গ্রাহকদের নিন্দা না করে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ জানাই।

বিশেষ লক্ষণীয়
Please Note

এই পেইজে বর্ণিত সমস্ত নীতিমালাসমূহ “ফিঙে সেবা ব্যবহারের জন্য প্রযোজ্য শর্তাবলীসমুহর”  অংশ। ফিঙের অনুমতি ব্যতীত এই পেইজে বর্ণিত কোন বিষয়বস্তু ফিঙে ব্যতীত অন্য কোন পক্ষের ব্যবহার নিষিদ্ধ। বিস্তারিত জানতে Legal নামক পেইজে দেখুন। 

——-

All policies stated in this page is a part of Terms & Conditions of Using Fingey Services. Except Fingey, all other party are restricted from using the contents of this page without explicit permission from Fingey.  Refer to the page named Legal for more details.

যেকোনো গ্রাহক কর্তৃক ফিঙে ই-কমার্সের যেকোনো সেবা গ্রহনের অর্থ দাড়ায় যে গ্রাহক ফিঙে প্রণীত ও আরোপিত সকল শর্তাবলী স্বেচ্ছায় ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেনে নিচ্ছেন। পরবর্তীতে সেবা গ্রহণকারী গ্রাহকের শর্তাবলীসমুহকেন্দ্রিক বা সেবাদানকেন্দ্রিক কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না

——

Anyone receiving any service from Fingey Ecommerce will always mean that the person is willingly and without any contestations accepting any and all Terms & Conditions prepared and imposed by Fingey. No complaints regarding the Terms & Conditions will be entertained. 

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0
Change